ভোক্তাকণ্ঠ রিপোর্ট: অনুমতি ছাড়া মশার কয়েল বিক্রি ও বাজারজাত করার অপরাধে ফাহাদ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এছাড়া মশার কয়েল পণ্যের মোড়কজাত সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার রাজধানীর ডেমরা ও খিলগাঁও এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এদিকে, এস এল আর কেমিক্যাল ওয়ার্কসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ট্যাংক লরি ক্যালিব্রেশন সনদ না থাকায় এইচ টি এস রিফুয়েলিং (প্রা.) লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও, একই এলাকায় অবস্থিত মুন সিএনজি এন্ড ফিলিং স্টেশন (প্রা.) লিমিটেড ও রাসেল ফিলিং স্টেশনে অকটেন, পেট্রোল ও ডিজেল পরিমাপে সঠিক পাওয়া যায়।