ভোক্তাকণ্ঠ ডেস্ক: অনুমোদন ছাড়া খাবার পানি উৎপাদন ও বিক্রির দায়ে রাজধানীর ধানমন্ডি রিভারভিউ বেড়িবাঁধের একটি প্রতিষ্ঠানকে সিলগালা ও এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)’র ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রতিষ্ঠানটির তিন কর্মচারী রাশেদ মিয়া, উজ্জল ও ইউনুসকে আটক করা হয়েছে।
রোববার বেলা ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরকারের নেতৃত্বে বিএসটিআইয়ের উপপরিচালক রিয়াজুল হকের তত্ত্বাবধানে ওয়াটার ড্রপ ড্রিংকিং ওয়াটার অ্যান্ড বেভারেজ নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
প্রতিষ্ঠানটি স্বচ্ছ নামের পানি বাজারজাত করে আসছিল।
বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হক বলেন, ওয়াসার পানির (ব্যবহারের) অনুমোদন আছে কি না সেটা আমাদের জানা নেই। তবে বিএসটিআইয়ের কোন অনুমোদন নেই। এখানে ওয়াসার কোন বাণিজ্যিক অনুমোদন নেই, ভালো ভাবে পানি পরিশোধন হয় না। এছাড়া নোংরা পরিবেশে পানি প্রক্রিয়াজাত করা হচ্ছিল। অভিযানে পানির বেশ কিছু জার ধ্বংস করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ রাসেলকে একাধিকবার ফোন করেন বিএসটিআই কর্মকর্তারা। তিনি ফ্যাক্টরিতে আসতে অস্বীকৃতি জানান।
আটক কর্মচারী রাশেদ মিয়া বলেন, আমি দুই মাস ধরে এখানে কাজ করি। অনুমোদনের বিষয়টা জানতাম না।