ভোক্তাকণ্ঠ রিপোর্ট: অনুমোদনহীন এবং পানির জার ফুড গ্রেড না হওয়ায় মোহাম্মদপুরে তুরাগ হাউজিংয়ের সাফিয়া ড্রিংকিং ওয়াটারকে সিলগালা ও এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (২৩ অক্টোবর) বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ শাস্তি দেয় প্রতিষ্ঠানটিকে।
বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটিকে একাধিকবার জরিমানা ও শাস্তির আওতায় আনার পরও অনুমোদন না নিয়ে খাবার পানির ব্যবসা করে যাচ্ছে।
বিএসটিআইয়ের উপপরিচালক রিয়াজুল হক বলেন, প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই। ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এর আগেও একাধিকবার প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। ৬ মাস আগেও তাদের সতর্ক করা হয়েছে। যে কারণে অনুমোদনহীন হওয়া ছাড়াও পানির জার ফুড গ্রেড না হওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।
বিএসটিআইয়ের উপপরিচালক জানান, এরপরও যদি অনুমোদন না নিয়ে ব্যবসা চালায় তাহলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিষ্ঠানের মালিক মো. শাহজাহান বিএসটিআইয়ের অভিযানের সময় হাজির হয়ে জরিমানার টাকা পরিশোধ করেন।
তিনি বলেন, আমার ফ্যাক্টরির কাজ চলছে। প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রথম থেকেই আমার লাইসেন্স ছিল। ভেতরে কাজ চলছে বিধায় পুনঃঅনুমোদন নেওয়া হয়নি। সব কাজ যত দ্রুত সম্ভব করে ফেলব।