ভোক্তাকণ্ঠ রিপোর্ট: গত ১৪ই মার্চ বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ‘হানা এ প্লাস’ নামক একটি প্রতিষ্ঠানের পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআই’র লোগো ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পণ্যের মোড়কজাত সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইনে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরিচালিত ভ্রাম্যমান আদালতে প্রতিষ্ঠানটিতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় প্রতিষ্ঠানটি আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে লাইসেন্স/রেজিস্ট্রেশন সনদ গ্রহণ এর আবেদন করবে মর্মে অঙ্গীকারনামা প্রদান করে।
উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা জনাব মোছাঃ রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব সিরাজাম মুনিরা, পরিদর্শক, ডিএমআই দায়িত্ব পালন করেন।