ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর বাড্ডায় অনিয়মের অভিযোগে অভি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে দুটি আইনে দুই লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।
অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য ‘বিস্কুট, পাউরুটি’ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে অভি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য ‘বিস্কুট, পাউরুটি’ উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে আরও এক লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) নোভেরা বিনতে নূর ও পরিদর্শক (মেট্রোলজি) মো. শাহজাহান।