ভোক্তাকণ্ঠ ডেস্ক: ময়লা আবর্জনা ও অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে শিশু খাদ্য তৈরি। নিজস্ব কোনো ল্যাব নেই, শিশুখাদ্য উৎপাদনে ব্যবহার করা হয় টেক্সটাইল রং। এমন বেশ কিছু অনিয়মের অভিযোগে ইয়াম্মি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৯ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা এলাকায় ওই কোম্পানির ফ্যাক্টরিতে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।
এ সময় রোবো ড্রিংকস, অরেঞ্জকো ড্রিংকস, ফ্রুটি ম্যাঙ্গো ড্রিংকস, শাহী ম্যাঙ্গো ফ্রুট ম্যাজিক এডিবল জেল, লিচিকো ড্রিংকস, ফ্রাইড পিস, স্পেশাল চানাচুর, জিরো চিপস, ও’ইয়েস চিপস, পটেটো চিপসসহ বিভিন্ন রকমের শিশুখাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করা, নিজস্ব কোনো ল্যাব না থাকা, টেক্সটাইল রং ব্যবহার করা, ওজনে কম দেওয়া, ময়লা-আবর্জনা ও অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে এসব শিশু খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে কেন প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।