ভোক্তাকণ্ঠ ডেস্ক: অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং ওজনে কারচুপির অভিযোগের সত্যতা পেয়ে আমিন স্কোয়ার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১০ আগস্ট) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওই জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযান পরিচালনা শেষে তিনি বলেন, সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর এলাকায় আমিন স্কোয়ার বিডি লিমিটেডকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং ওজনে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা এবং ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়াও তাদের বৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও সঠিক ওজনে পণ্যের প্যাকেজিংয়ের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।
ওই অভিযানে জেলা ক্যাব এর প্রতিনিধি দল এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।