ভোক্তাকণ্ঠ ডেস্ক: ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে কুমিল্লায় ৫ প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়।
রোববার সদর উপজেলার নোয়াপাড়া, হাতিগাড়া ও কালির বাজার এলাকার নিত্যপণ্য ও সারের দোকানে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় কালির বাজার এলাকার গোমতী ট্রেডার্সকে ১০ হাজার টাকা একই অভিযোগে শফিক ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সারের দোকানে লাল সালুতে মূল্য তালিকা প্রদর্শন না করায় হাতিগাড়া এলাকার শামিম এন্টার প্রাইজকে ৫ হাজার টাকা এবং কালির বাজারের কৃষি ঘরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত এবং খাবারে ক্ষতিকর রং ব্যবহার করায় নোয়াপাড়া এলাকার তাহের ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময়ে অনুমোদনহীন ২ কৌটা রং জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।