ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ঢাকা মহানগরীর ভাটারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এর আগে মঙ্গলবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে কুড়িল এলাকার পিনাক্যাল পাওয়ার লিমিটেডে অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিট যাচাইকালে সঠিক পাওয়ায় ধন্যবাদ জানানো হয়। এছাড়াও, একই এলাকার এক্সবাইটেশন হলকে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক স্যানিটারী ট্যাপ ওয়্যার পণ্যের ছাড়পত্র গ্রহণের পরামর্শ প্রদান করেন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) রেবেকা সুলতানা ও পরিদর্শক (মেট) মো. নাজমুস সায়াদত।