নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্ষতিকর সীসা ব্যবহার করে ব্যাটারি প্রস্তুত করায় তিন ব্যাটারি কারখানাকে জরিমানা।
তিনটি ব্যাটারি কারখানার নাম ‘জিইউজো ইন্ড্রাস্ট্রিজ লি.’, ‘লিমিনা গ্রুপ’ ও ‘রিমসো ব্যাটারি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লি.’ ।
ভ্রাম্যমাণ আদালত তিনটি ব্যাটারি কারখানাকে সাত লাখ টাকা করে জরিমানা করেছে ।
র্যাব সূত্র জানায়, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বিষাক্ত সীসা ব্যবহার করে কিছু ব্যাটারি এই প্রতিষ্ঠানগুলি প্রস্তুত করে আসছিল। এই বিষয়ে বিভিন্ন মিডিয়ায় একাধিক রিপোর্ট প্রকাশিত হওয়ায় র্যাব বিষয়টি তদন্ত করেন।
সেই সূত্রে রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত র্যাবের সদস্যরা ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলার বরপা ও মাশাবো এলাকার এই তিনটি প্রতিষ্ঠানে বিষাক্ত সীসা ব্যবহার করে ব্যাটারি তৈরির দায়ে জরিমানা করা হয়।
আরও পড়ুন: অগ্রিম পেমেন্ট করেছেন, তো ফেঁসেছেন! – Voktakantho