বৃষ্টি ও লকডাউনের কারণে সপ্তাহের ব্যবধানে বেড়েছে টমেটো ও গাজরের দাম। ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে টমেটো ও গাজর।
পাইকারি বাজারে আমদানি করা ভালোমানের টমেটো ৪০০-৪২০ টাকা পাল্লা (৫ কেজি) বিক্রি হচ্ছে। সে টমেটো খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। আর দেশি টমেটো বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি।
আরেক ব্যবসায়ী বলেন, গত দু’তিন দিন সবজির কিছুটা সংকট ছিল। সেজন্য প্রতিটি সবজির দাম বেড়েছিল। এখনও বেশিরভাগ সবজি সে দামেই বিক্রি হচ্ছে। তারা বলেন, কাঁচাবাজার সবসময় এক রকম থাকে না, এটা ওঠানামা করে। সকালে দাম বাড়লে, বিকেলে কমে যায়।
কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলেন, টমেটোর মৌসুম শেষ তাই দাম বেড়েছে। এখন ১০০ টাকা বিক্রি করছি, কয়দিন পর দাম আরও বাড়বে। কারণ নতুন টমেটো আসছে না। তাছাড়া করোনা যে হারে বাড়ছে, তাতে ক’দিন পর টমেটো বাজারে খুঁজে পাওয়া যাবে না। টমেটোর মতো কারওয়ান বাজারে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে গাজর।