ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর চকবাজারে অনিয়মের অভিযোগে আল আমিন নামক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীকে ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এর আগে গত বৃহস্পতিবার (০৯ মার্চ) ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।
অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক হেয়ার অয়েল (ব্রান্ড- বেলীফুল, ডাবর) ও নারিকেল তেল (ব্রান্ড- প্যারাসুট) ও বিভিন্ন নামীদামী ব্রান্ডের পণ্য অবৈধ ভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে আল আমিন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারীকে ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও প্রায় পাঁচ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মাকসুদা রুনা ও পরিদর্শক (মেট) আব্দুল্লাহ আল নাহিদ।