ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর টাউনহল বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে চাল ব্যবসায়ীদের অনেকে আড়ত ফেলে পালিয়েছেন। এ সময় অতিরিক্ত দামে বিক্রি, ওজনে কারসাজি ও মূল্য তালিকা না থাকায় ২০টি দোকানকে দেড় লাখ জরিমানা করা হয়। পাশাপাশি বাড়তি দামে তেল বিক্রি করার দায়ে একটি তেলের আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৩ আগস্ট) বিকেলে মোহাম্মদপুর টাউনহল বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস।
তিনি বলেন, কিছু কিছু পণ্য সিন্ডিকেট করে অনেক বেশি দামে বিক্রি করতে দেখা যায়। তাদের অধিকাংশের কাছে ক্রয়ের কোনো রশিদ ছিল না। যাদের কাছে বিক্রির রশিদ পাওয়া গেছে তাদের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে অনেক ফারাক। তাদের জরিমানা করা হয়েছে।
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নিয়মিত ভোক্তা অধিদপ্তরের অভিযান চলবে বলে জানান জান্নাতুল ফেরদাউস।