ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর নিউ মার্কেটে অনিয়মের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এর আগে বুধবার ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।
অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য ‘কালার ফার্স্টনেস রেটিং অফ টেক্সটাইল’ এর অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ এবং বাজারজাত করার অপরাধে নিউ মার্কেটের ডিমান্ড ফ্যাশন হাউজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান বিওয়াইএসএল গ্লোবাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম ও পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই মো. আব্দুল্লাহ আল নাহিদ।
এছাড়া, সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) মো. খালেদ হোসেন।