ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ওজনে কারচুপির অভিযোগে রাজধানীর আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন এন্ড সার্ভিসিং সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার মাপযন্ত্র পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংস্থাটি।
এ সময় তেল পরিমাপে প্রতি ১০ লিটারে পাঁচটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৪০ মি.লি., ৪০ মি.লি., ৬০ মি.লি., ৫০ মি.লি. ও ৫০ মি.লি. কম প্রদান করে তালুকদার ফিলিং স্টেশন। পরে জরিমানা করা হয়।
এছাড়া, একই এলাকার সোনার বাংলা সার্ভিস স্টেশন এবং শ্যামলী এলাকাস্থ মেসার্স সাহিল ফিলিং স্টেশন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।
মিরপুর-১ নম্বর কাঁচাবাজারে মাংস এবং মাছের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ব্যবহৃত ওজন যন্ত্রের পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায়।
বিএসটিআই’র উপপরিচালক মো. রিয়াজুল হক এবং সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের উপস্থিতিতে বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।