ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর।
অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, সহকারী পরিচালক শরীফুল ইসলাম, এবং শাহ আলম।
অভিযানে মূল্য তালিকা দৃশ্যমান না থাকায়, অবৈধ রেড বুল ড্রিংস বিক্রি, পাউরুটিতে উৎপাদন মেয়াদ না থাকা সহ বিভিন্ন অপরাধে স্বর্ণা স্ন্যাকস, মনোরম স্ন্যাকস সহ আরও একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।