ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর হাজারীবাগে তিন হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে হাজারীবাগ বাজার এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান, সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।
অভিযানে দেখা যায়, অপরিচ্ছন্ন পরিবেশে রান্না, পোড়া তেল ব্যবহার করার অপরাধে মকলেস হোটেলকে ১০ হাজার টাকা, ডার্লিং রেস্টুরেন্ট এণ্ড হোটেলকে ১০ হাজার টাকা এবং ফ্রিজে বাসি গ্রিল বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে ক্যাফে লাটমিয়া হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী প্রক্রিয়াকরণ এবং সংরক্ষন করা হচ্ছে। একই সাথে রান্না করা বাসি মাছ মাংস এবং কাঁচা মাছ মাংস ফ্রিজের একই চেম্বারে রাখার অপরাধে তিনটি হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।