তেজগাঁওয়ে বিএসটিআই’র অভিযান

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর তেজগাঁওয়ে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে মঙ্গলবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুসারে তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ার মাসুদ কসমেটিকসে নিষিদ্ধ পণ্য (কসমেটিকস) পাওয়ায় প্রাথমিক ভাবে সেগুলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। পরে অফিসিয়াল লিফলেট বিতরণসহ জনসচেতনামূলক পরামর্শ প্রদান করা হয়।

এছাড়া, একই এলাকায় অবস্থিত ‘মোল্লা মসলা মিল’ নামক প্রতিষ্ঠানে বিএসটিআই সনদ গ্রহণ করে ব্যবসা পরিচালনা করার পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ‘অরেঞ্জ এন্ড হাফ বেকারী’র উৎপাদিত ব্রেড, বিস্কুট, কেক ও ফার্মেন্টেড মিল্ক পণ্যের কাগজপত্র যাচাই করে সঠিক পাওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. খাইরুল ইসলাম ও পরিদর্শক (মেট্রোলজি) মো. শাহজাহান।

-এসআর