ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বুধবার (৩ আগস্ট) রাজধানীর বাড্ডা ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠান দুটিকে এক লাখ টাকা জরিমানা করে বিএসটিআই।
পরিমাপে প্রতি ১০ লিটারে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ১১০ মিলিলিটার কম দেওয়ায় উত্তর বাড্ডায় মক্কা সিএনজি রিফুয়েলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে তেজগাঁও এলাকায় প্রতি ১০ লিটারে একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ৫০ মিলিলিটার কম দেওয়ায় সিটি সিএনজি রিফুয়েলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হক ও সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল আলমের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।