ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর দক্ষিণখানে এমবি এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানকে অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এর আগে রোববার ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।
অভিযানে পণ্য মোড়কজাতকরণ সনদ অনুযায়ী পণ্য ‘সরিষার তেল’ মোড়কের গায়ে প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ নাম, ঠিকানা (বাংলায়) এবং “b” লোগো উল্লেখ না করার অপরাধে দক্ষিণখানের মাদ্রাসা রোডের এমবি এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ‘সরিষার তেল’ পণ্যের মান নিয়ন্ত্রণের বিষয়ে পরীক্ষার জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পণ্যটি জব্দ করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. খালেদ হোসেন ও পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই মো. কামরুল পলাশ।
এছাড়া, সার্বিক সহযোগিতা করেন (ফিল্ড অফিসার), সিএম, মো. শহীদুল আলম।