ভোক্তাকণ্ঠ রিপোর্ট: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের ভয়ে দোকানের সামনে নামাজের বিরতির নোটিশ টানিয়ে পালিয়েছেন অসাধু চাল ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাজধানী মোহাম্মদপুর টাউন হল মার্কেটে এমন ঘটনা ঘটে।
নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে রাজধানী মোহাম্মদপুর টাউন হল মার্কেট এবং যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক শাহনাজ সুলতানা।
অভিযানে দেখা যায়, চালের মূল্য তালিকা না টানানো এবং ক্রয় ও বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যের ব্যবধান বেশি থাকার অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।
মোহাম্মদপুর টাউন হল মার্কেটের মোহাম্মদী চাউল ভান্ডার এবং মাদারীপুর রাইস স্টোরকে দশ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় রহমান এবং রামগঞ্জ রাইস ষ্টোরের মালিক প্রথমে পালিয়ে গেলেও পরে খুঁজে আনলে তারা নিজেদেরকে কর্মচারী বলে দাবি করেন। অনেকে আবার নামাজের বিরতির নোটিশ টানিয়ে দোকান থেকে পালিয়ে যান।