ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর কোতোয়ালি ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে নকল, অনুমোদনহীন ও অবৈধভাবে দেশে আনা বিদেশি ওষুধ মজুত এবং বিক্রি করার অপরাধে ২১টি প্রতিষ্ঠানকে প্রায় ৪৩ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও র্যাব-১০–এর সমন্বয়ে ওই অভিযান চালানো হয়।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর কয়েকটি হলো তপু অ্যান্ড ব্রাদার্স (৩ লাখ টাকা), সামিয়া এন্টারপ্রাইজ (৫ লাখ টাকা), নিপা সার্জিক্যাল মার্ট (৫০ হাজার), আই আর এন্টারপ্রাইজ (৩ লাখ), ন্যাশনাল সার্জিক্যাল অ্যান্ড সাপ্লায়ার্স (২০ হাজার), মুন নাইট মেডিসিন অ্যান্ড সার্জিক্যাল (১ লাখ), মুনলাইট সার্জিক্যাল (১ লাখ), আমিন ড্রাগ স্টোর (৫ লাখ), টুমপা ড্রাগ (৫ লাখ), জি এস সার্জিক্যাল সেন্টার (১ লাখ) ও ভাই ভাই সার্জিক্যাল মার্ট (১ লাখ)।
প্রাথমিক অনুসন্ধানের বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল, অনুমোদনহীন ও অবৈধ দেশি-বিদেশি ওষুধ মজুত এবং বিক্রি করছিল।