পরিমাপে কারচুপি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ওজন ও পরিমাপে কারচুপির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার (১৭ আগস্ট) বিএসটিআই বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করে।

বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় নন্দীগ্রাম উপজেলার শিমলা এলাকায় অবস্থিত মেসার্স ভাইবোন মিষ্টান্ন ভান্ডার ও মেসার্স সাকিব হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ওজন ও পরিমাপে কারচুপি করে পেট্রোল ও ডিজেল পরিমাপে কম দেওয়ায় একই এলাকায় অবস্থিত মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নন্দীগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই জেলা অফিস, বগুড়ার পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মো. মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।