নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজের দাম নিয়ে কারসাজি করায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার শ্যামবাজারের পেঁয়াজের পাইকারি আড়তে তদারকিমূলক অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর।
অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মোঃ আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম।
অভিযান পরিচালনাকালে দেখা যায়, পেঁয়াজ ক্রয়ের পাকা ক্যাশ মেমো না রাখা, ইচ্ছা মত মূল্য নির্ধারণ করা ইত্যাদি অপরাধে মেসার্স পানামা ট্রেডার্স, মিতালী আড়ত ও মেসার্স রাজ ট্রেডিংকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, ভোক্তাকে জিম্মি করে কোনোভাবেই পণ্যের দাম বাড়ানো যাবে না। কোনো ব্যবসায়ী অসৎ উপায়ে সুযোগ নিলে তাকে আইনের আওতায় আনা হবে।
এ সময় ক্রয় বিক্রয় উভয় ক্ষেত্রেই পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করা, যৌক্তিক লাভ রেখে মূল্য নির্ধারণ করা এবং তা সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করার জন্য ব্যবসায়ীবৃন্দকে নির্দেশনা প্রদান করেন তিনি।