বগুড়ায় লাভিলা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বগুড়ার জলেশ্বরিতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে এ অর্থদন্ড দেওয়া হয়েছে।

জানা যায়, বগুড়া শহরের জলেশ্বরিতলার বারবিকিউ-লাভিলা রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্ততের দায়ে তাদের ১০ হাজার টাকা জরিমানা করে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

বিষয়টি নিশ্চিত করে ইফতেখারুল আলম বলেন, ‘ভোক্তাদের অধিকার নিশ্চিতে শহরের জলেশ্বরিতলার বারবিকিউ-লাভিলা রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করি। সেসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে তাদের জরিমানা করা হয়েছে।

ভোক্তাদের অধিকার নিশ্চিতে আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

এদিন অভিযান পরিচালনার সময় তাকে সহযোগিতা করে জেলা পুলিশের বিশেষ একটি দল।