ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সিএম লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যতিত বাধ্যতামূলক কেক, পাউরুটি, চানাচুর, বিস্কুট বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সবুজবাগ এলাকায় ভ্রাম্যমান পরিচালিত হয়।
বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে আল-মদিনা সুইটস এন্ড বেকারী ৫০ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং নিউ বি-বাড়িয়া বেকারী এন্ড কনফেকশনারী পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য কেক, পাউরুটি, চানাচুর, বিস্কুট বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার অপরাধে উপরোক্ত আল-মদিনা সুইটস এন্ড বেকারীকে আরও পঞ্চাশ হাজার টাকা এবং নিউ বি-বাড়িয়া বেকারী এন্ড কনফেকশনারীকে আরও পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে এপিবিএন-১১ সদস্যদের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।