ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ঢাকা আশুলিয়া এলাকায় ২৫শে জানুয়ারী বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক সরিষার ও সয়াবিন তেল, লবন, মশার কয়েল ও সিনথেটিক ডিটারজেন্ট পাউডার পণ্য তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় আবির কনজ্যুমার এন্ড ফুড প্রোডাক্টকে ৫০ হাজার টাকা জরিমানাসহ সীলগালা এবং একই স্থানে আল্লাহর দান বেকারীকে ২৫ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় উক্ত প্রতিষ্ঠান দুটিকে যথাক্রমে ৩০ হাজার টাকা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সাদি ফিলিং স্টেশন, ৬৪, গড়ান চটবাড়ী, মিরপুর, ঢাকা এর সকল ডিসপেন্সিং ইউনিট যাচাইয়ান্তে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম) ও রোশনা আক্তার, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন ও মোঃ মাহফুজার রহমান, পরিক্ষক (মেট) সহযোগীতা করেন।