ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ঢাকা মহানগরীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে ডিজিটাল ট্রাক ওয়েব্রিজের ভেরিফিকেশন সনদ না থাকায় জান্নাত ডিজিটাল স্কেল নামক প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা ও কিউট শীট কাটিং প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, বিএসটিআই আইন ২০১৮ অনুসারে বাধ্যতামূলক সিনথেটিক ডিটারজেন্ট পাউডার পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় শাহ কেমিক্যাল টয়লেট্রিজ ইন্ডাস্ট্রিকে পরামর্শ দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম) ও মো. নাজমুস সায়াদত পরিদর্ক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।