ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নকল মানচিহ্ব ব্যবহার করে বিস্কুট, কেক ও পাউরুটি বাজারজাত করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রোববার রাজধানীর মিরপুর এলাকায় বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারপূর্বক “বিস্কুট, কেক ও পাউরুটি” পণ্যসমূহ উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে পুষ্টি হোম মেইড কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই প্রতিষ্ঠানে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য বিক্রয় এবং বাজারজাতকরণ ও ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নতুনবাজার কাঁচাবাজারে মুদি, মাছ, মুরগির দোকানে অভিযানকাল পরিচালনাকালে দোকানসমূহে ব্যবহৃত ওজনযন্ত্রের পরিমাপে সঠিক পাওয়া যায়।