ভোক্তাকণ্ঠ ডেস্ক: ফায়ার এক্সটিংগুইসার পণ্য বাজারজাতের অপরাধে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। একই অভিযানে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বাজারজাতের অপরাধে আরেক প্রতিষ্ঠানের অবৈধ মালামাল জব্দ করেছে বিএসটিআই।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার রাজধানীর মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংস্থাটি।
এ বিষয় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফায়ার এক্সটিংগুইসার পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে হাইস্পিড ফায়ার ফাইটিং অ্যান্ড কোম্পানিকে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।
একই অভিযানে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে রোড ড্রিংকিং ওয়াটারের অবৈধ মালামাল জব্দ করা হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।