ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর মিরপুরের শাহ-আলী মার্কেটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুরে নিত্যপণ্যের বাজারে অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান এবং তাহমিনা বেগম।
দোকানে মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ক্রয় রশিদ সংগ্রহে রাখা এবং ক্রেতাকে বিক্রয় রশিদ দেওয়া, বিদেশী পণ্যের আমদানিকারক যাচাই করাসহ বাজার নিয়ন্ত্রণে তদারকি করে ভোক্তা অধিদপ্তর। এছাড়া বাজারের বিভিন্ন পণ্যের দাম যাচাই-বাছাই করা হয়।
এ সময় ভোক্তা স্বার্থ বিরোধী অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের বিষয়ে মাগফুর রহমান বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ভোক্তাদের স্বস্তি দেওয়া এবং ন্যায্য মূল্যে যেন ভোক্তারা তাদের কাঙ্খিত পণ্যটি পায়। সেই ব্যবস্থা করে দেওয়ার জন্যই মূলত আমরা বাজার মনিটরিং করে থাকি। এছাড়া বিক্রেতারা যাতে অনৈতিকভাবে ভোক্তাদের কাছ থেকে বাড়তি দাম নিতে না পারে সেদিকটি বাস্তবায়ন করি।
তিনি বলেন, আসন্ন রমজানে ভোক্তারা যাতে স্বস্তিতে বাজার করতে পারে সেজন্য সারাদেশে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিত বাজার মনিটরিং করবে। ভোক্তা স্বার্থ ক্ষুন্ন হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।