ভোক্তাকণ্ঠ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় মূল্য তালিকা ও ক্যাশ মেমো না থাকায় ৩টি ডিমের আড়তকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়।
শনিবার (২০ আগস্ট) দুপুরে ভোক্তা পর্যায়ে ডিমের দাম স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় শহরের ফারুকী বাজারের ডিমের আড়ত ও দোকানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।
অভিযান চলাকালে ফারুকী বাজারের ৩টি ডিমের আড়ত ও দোকানকে মূল্য তালিকা না থাকা এবং ক্যাশ মেমো সংরক্ষণ না করায় ৮ হাজার টাকা জরিমানা করেন।
সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, ডিমের বাজার স্বাভাবিক রাখতে অভিযান চালানো হয়েছে। আড়ত ও দোকান মালিকদের মূল্য তালিকা এবং ক্যাশ মেমো সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে করে দোকানদার কত মুনাফা করছে সেটি বোঝা যাবে।