ভোক্তাকন্ঠ ডেস্ক: রাজশাহী নগরীর তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।
তিনি জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে নগরীর কাশিয়াডাঙ্গা ও দামকুড়ায় তারা এ অভিযান চালান। এ সময় কাশিয়াডাঙ্গা মোড়ের রুপোস ফার্মেসি ও তাসিন ফার্মেসি এবং দামকুড়া বাজারের বিসমিল্লাহ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।
এসব ওষুধের মেয়দ ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালেই শেষ হয়ে গেছে। তারপরও আলাদা করে সংরক্ষণ না করে ভালো ওষুধের সঙ্গে বিক্রির জন্য প্রদর্শন করছেন বিক্রেতারা।
এই কাণ্ডে রুপোস ফার্মেসিকে ৫ হাজার টাকা, তাসিন ফার্মেসিকে ৮ হাজার টাকা এবং বিসমিল্লাহ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।