ভোক্তাকণ্ঠ রিপোর্ট: মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বীজ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার গাজীপুরে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল।
তিনি বলেন, আজকের অভিযানে আব্দুল আলী এন্ড কোং কে ২০ হাজার টাকা, নূরুন ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং কাজী ট্রেডার্সকে ২০ হাজার টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।