ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বাগেরহাটে সামুদ্রিক পোয়া মাছে ক্ষতিকর রং মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট কার্যালয়।
রোববার (৭ আগস্ট) সকালে শহরের কেবি মাছ বাজারে অভিযান চালিয়ে বাগেরহাটের মৎস্য ব্যবসায়ী মো. আবুল কালাম ও এমাদুল সরদারকে এই জরিমানা করা হয়। এ সময় জব্দ করা মাছ ধ্বংস করে দেওয়া হয়।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাগেরহাটের খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও বাগেরহাট জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ক্ষতিকর রাসায়নিক রং মিশিয়ে মাছ রঙিন করে বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগে কেবি বাজারে গিয়ে অভিযান চালানো হয়। এ সময় দুই ব্যবসায়ী কেবি মাছ বাজারের সামুদ্রিক মৎস্য আড়ত থেকে পোয়া মাছ কিনে রাস্তার পাশে বসে ক্ষতিকর রাসায়নিক রং মেশাচ্ছে।
এ অপরাধে ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।