ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর রমনায় অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এর আগে মঙ্গলবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।
অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক নিষিদ্ধ ঘোষিত স্ক্রীন ক্রীম পণ্য অবৈধ ভাবে বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে রমনার ফরচুন শপিং মলের ডিএস কসমেটিক কর্ণারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, একই মার্কেটে লাক্সারি ওয়ানে ফেব্রিক্স এন্ড টেইলসকে পাঁচ হাজার টাকা ও নিউ র্যামন্ড ফেব্রিক্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মার্কেটের পরিচালনা কমিটিকে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত স্ক্রীন ক্রীম পণ্য অবৈধ ভাবে বিক্রি, বিতরণ ও বাজারজাত না করার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. নোভেরা বিনতে নূর ও পরিদর্শক (মেট) মো. কামরুল পলাশ।