ভোক্তাকণ্ঠ ডেস্ক: তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে রাজধানীর মিরপুর দারুস সালাম রোডে একটি পেট্রলপাম্পে তিন লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার ওই পাম্পে অভিযান চালানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে কম দেওয়ায় আল-মাহমুদ ফিলিং স্টেশন লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে বাতেন নগর এলাকায় জনতা বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।