ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এর আগে রোববার ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য কোকোনাট অয়েল, অলিভ অয়েল, ক্যাস্টার অয়েল, আলমণ্ড অয়েল, স্যাফরন-গোট’স মিল্ক সোপ, অর্গানিক সোপ, পণ্যের মোড়কে পণ্য সংক্রান্ত বাংলা ভাষায় কোন তথ্য উল্লেখ না করা এবং পণ্যের পরিচিতি, নিট পরিমাণ, খুচরা মূল্য, উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে ধানমন্ডি-২৭ এর সপ্তক স্কয়ারের রিবানা নামক প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও, বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই থেকে ছাড়পত্র গ্রহণ ব্যতীত পণ্য স্কীন ক্রিম (ফাউণ্ডেশন) বিক্রয়, বিতরণ এবং পণ্যের গায়ে মিথ্যা তথ্য উল্লেখ করার অপরাধে সপ্তক স্কয়ারের লাভিট নামক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) রিগ্যান বৈদ্য ও পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই মো. ইনজামামুল হক।
সার্বিক সহযোগিতা করেন (পরিদর্শক) মেট্রোলজি, ডিএমআই সুবহানা নওশিন।