ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলীতে তদারকি কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এর আগে রোববার ওই এলাকায় অভিযান পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।
অভিযানে মোহাম্মদপুরের টোকিও স্কয়ার শপিং কমপ্লেক্সের কসমেটিকসের দোকানসমূহে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ১৯টি স্কিন ক্রিমের মধ্যে জিওলী, গোড়ী ব্রান্ডের স্কিন ক্রিম পাওয়ায় কসমেটিকস দোকান মালিক সমিতিকে সতর্কীকরণ, দোকানসমূহকে নিষিদ্ধ ক্রিমের তালিকা প্রদান এবং প্রাপ্ত নিষিদ্ধ ব্র্যান্ডের স্কিন ক্রিম সমূহ ধংস করা হয়। একইসঙ্গে আমদানিকৃত বাধ্যতামূলক পণ্যের ক্ষেত্রে বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া, বিএসটিআই’র ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুসারে শ্যামলীর মিরপুর রোডের মেসার্স সাইিল ফিলিং স্টেশনের সকল কাগজপত্র সঠিক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) নোভেরা বিনতে নূর ও পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই মো. ইনজামামুল হক।
-এসআর