ভোক্তাকন্ঠ ডেস্ক: রাজধানীর শ্যামলীর দ্য সিটি গার্ডেন রেস্তোরাঁকে নানা অনিয়মের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
মঙ্গলবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, রেস্তোরাঁটির লাইসেন্স নেই। কর্মচারীদের স্বাস্থ্য সনদ নেই, প্রিমিসেস লাইসেন্স নেই। এছাড়া অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হয়। এসব অপরাধে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী এক লাখ টাকা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় ম্যানেজার তার অপরাধ স্বীকারপূর্বক অর্থদণ্ড দিতে চান ও তাৎক্ষণিক তা আদায় করা হয়।
অভিযানকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিরাপদ খাদ্য পরিদর্শক মীর মাসুম আলী, বিএফএসএ’র অন্যান্য সাপোর্ট স্টাফ এবং আনসার ব্যাটালিয়নের একটি টিম উপস্থিত ছিলেন।