ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় সোবাহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ৪০ মিলিলিটার কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই অভিযানে একটি কসমেটিকসের দোকানকেও জরিমানা করা হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই।
এর আগে মঙ্গলবার ঢাকা মহানগরীর কাফরুল এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
অভিযানে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক স্ক্রিন ক্রিম পণ্যের অনুকূলে বিএসটিআই’র ছাড়পত্র না নিয়ে বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে মিরপুর মসজিদ মার্কেটের তৃষ্ণা কসমেটিকসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে দোকানের অবৈধ সব কসমেটিকস পণ্য জব্দ করা হয়।
এছাড়া, মিরপুর-১ নম্বরে বিভিন্ন ফলের দোকানের ডিজিটাল ওজন যন্ত্র যাচাই করা হয়।
বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়েছে। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) ইবাদত মানিক ও পরিদর্শক (মেট্রোলজি) কামরুল পলাশ।