ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর কমলাপুর এলাকায় দুটি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান, সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।
অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং ধুলাবালি যুক্ত খাবার ভোক্তাদের খাওয়ানোর অপরাধে কমলাপুর রেল স্টেশনের সামনে বাসমতী রেস্তরাকে ৫ হাজার টাকা এবং রান্না ঘরের নোংড়া পরিবেশ, মেয়াদ ছাড়া দধি বিক্রি করার অপরাধে নিউ সামিয়া হোটেল এণ্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে জব্বার মণ্ডল বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে কমলাপুর এলাকায় অভিযান চালানো হয়েছে। এখানে দুটি রেস্টুরেন্টকে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।