ভোক্তাকণ্ঠ ডেস্ক: সনদ ছাড়া পণ্য বিক্রি করায় রাজধানীর শান্তিনগরের আল মদিনা স্পেশাল ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে জরিমানা করেছে বিএসটিআই।
বুধবার (৭ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
বিএসটিআই আইন ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করা অপরাধ। এ অপরাধে শান্তিনগর বাজার এলাকায় ওই বেকারিকে ২৫ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুসারে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ওই এলাকার বিভিন্ন মাছ, মুরগি, মাংস, সবজির দোকানের ডিজিটাল ওজন যন্ত্র যাচাই করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সব ওজন যন্ত্র সঠিক পাওয়ায় তাদের ধন্যবাদ জানানো হয়।