বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ ছাড়া বিস্কুট-কেক বিক্রি করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত তৈরী, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে খাজা ফুড প্রোডাক্টস কে ২৫ হাজার টাকা জরিমানা ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও জে এম এক্সপ্রেস ফিলিং এন্ড সার্ভিস সেন্টারে অকটেন, পেট্রোল ও ডিজেল ও এ এন্ড টি ট্রেডার্স এর সিলিন্ডার গ্যাস পরিমাপ যাচাই করা হলে প্রত্যেকটিতে সঠিক পাওয়ায় যায়।