ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ীতে মেসার্স সেইফ প্যাকেজড ড্রিংকিং ওয়াটার নামক প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এর আগে মঙ্গলবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে যাত্রাবাড়ীর ধলপুরের মেসার্স সেইফ প্যাকেজড ড্রিংকিং ওয়াটারকে পণ্যের লেবেলের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকা এবং লেবেলের গায়ে তথ্যাবলি বিধি মোতাবেক উল্লেখ না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ করা সত্যেও অপরিচ্ছন্ন ও ময়লাযুক্ত স্থানে পানি বোতলজাত করায় ও কোন পরীক্ষণ ল্যাবের অস্তিত্ব না থাকায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে শোকজ করার জন্য ফিল্ড অফিসারকে নির্দেশ প্রদান করেন। এক সপ্তাহের মধ্যে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ করার জন্য প্রতিষ্ঠানের ম্যানেজারকে নির্দেশ প্রদান করেন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. সাফায়েত হোসেন ও পরিদর্শক (মেট) মো. শাহজাহান।