ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ৫ দিন আগে শেষ হয়েছে জন্মদিনের কেকের মেয়াদ। তার পরেও বিক্রির জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে। এছাড়া কাঁচা মাংসের সঙ্গে বাসি খাবার বিক্রির জন্য ফ্রিজের একই চেম্বারে রাখাসহ বিভিন্ন অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার রাজধানীর মিরপুরের সনি সিনেমা হল ভবনে অবস্থিত রেস্তোরাঁগুলোতে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর।
অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মোঃ আব্দুল জব্বার মন্ডল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম ও সহকারী পরিচালক মোঃ শাহ আলম।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- Papa Chino’s, Sardar’s Indian Cuisine, Pizza Inn, secret recipe, Melting pot