ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সারাদেশে বাজার তদারকিতে বিভিন্ন অপরাধে ৮৪টি প্রতিষ্ঠানকে পাঁচ লক্ষ ৪৭ হাজার টাকা করেছে জরিমানা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক কার্যক্রম তাহমিনা বেগম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের ৪০ জন কর্মকর্তার নেতৃত্বে ৩৬টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের কাওরান বাজার, তোপখানা রোড, শনির আখরা, শাহবাগসহ দেশব্যাপী মোট ৪৬টি বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৮৩টি প্রতিষ্ঠানকে পাঁচ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।
অন্যদিকে, লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় এবং একজন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৫০০ টাকা প্রদান করা হয়।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত এ সকল বাজার অভিযানে সহযোগিতা
প্রদান করেন।