ভোক্তাকণ্ঠ ডেস্ক: ডিমের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকা মহানগরসহ দেশের ৩০টি জেলায় ৩৩টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ৮১টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার ভোক্তা অধিদপ্তরের প্রশিক্ষণ ও প্রচার শাখার উপ পরিচালক আতিয়া সুলতানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এদিন সকালে ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের চার জন কর্মকর্তার নেতৃত্বে চারটি টিম মালিবাগ, কাপ্তান বাজার, বসুন্ধরা আবাসিক এলাকা ও জুরাইন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।