সিকদার ফিলিং স্টেশনকে ৮০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর তেজগাঁওয়ে অনিয়মের অভিযোগে সিকদার ফিলিং এন্ড সার্ভিস স্টেশনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ জুলাই) ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

অভিযানে শহীদ তাজউদ্দীন আহমেদ স্বরণীর সিকদার ফিলিং এন্ড সার্ভিস স্টেশনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী, ডিসপেন্সিং ইউনিটের অকটেন ত্রুটি সীমার বাইরে থাকায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) রিগান বৈদ্য ও পরিদর্শক (মেট্রোলজি) মোশাররফ হোসেন।

-এসআর