ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর বংশালে নকল ফ্যান উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার বংশালের নবাবপুর রোড আলী আহম্মদ ইলেকট্রনিক মার্কেটে অবস্থিত মেসার্স গ্লোবাল ট্রেডিং এ অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।
অভিযানকালে দেখা যায়, মেসার্স গ্লোবাল ট্রেডিং বিগত এক বছর ধরে #WALTON# ব্রান্ডের অনুকরণে #WATON# নামে high speed moving ফ্যান উৎপাদন ও বিপণন করছে। দোকানের স্বত্ত্বাধিকারী আবুল হাসেম স্বেচ্ছায় দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে আর নকল পণ্য উৎপাদন ও বিপণন করবেন না মর্মে মুচলেকা/অঙ্গীকারনামা প্রদান করেন। এ কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় বিধি মোতাবেক জনস্বার্থে এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মার্কেটের সভাপতি মো. আবু তাহের, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন ও মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ।
অভিযানে আইন-শৃঙ্খলা বিষয়ক সহযোগিতা প্রদান করেন বংশাল থানার একটি চৌকস টিম।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।